এই পরাজয় শুধু বিদায়ই নয়, বরং ৯১ বছর পর ঘরের মাঠে এমন লজ্জার হার। সর্বশেষ ১৯৩৪ সালে এফএ কাপে বোল্টনের কাছে একই ব্যবধানে হেরেছিল লিভারপুল।
প্রথমার্ধেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা, আর দ্বিতীয়ার্ধে যোগ হয় আরও একটি গোল। আক্রমণে চিয়েসা ও ম্যাক অ্যালিস্টারদের অদক্ষতা স্পষ্ট হয়ে ওঠে পুরো ম্যাচ জুড়ে।
ম্যাচ শেষে হতাশ কোচ আর্নে স্লট বলেন,
“ফুটবলে হেরে যাওয়া সব সময়ই কষ্টের, তবে লিভারপুলের মতো ক্লাবের জন্য এমন পরিসংখ্যান— সাত ম্যাচে ছয় পরাজয়— একেবারেই মানানসই নয়।”
তিনি আরও যোগ করেন,
“এই হারের পেছনে যেকোনো কারণই তুলে ধরা হোক না কেন, তা গ্রহণযোগ্য নয়। কারণ এই ক্লাবের মানই আলাদা।”
অ্যানফিল্ডের দর্শকদের প্রত্যাশা ছিল জয়ের আনন্দে মাতবে লাল সেনারা। কিন্তু ৯১ বছরের পুরোনো দুঃস্বপ্ন ফিরে এনে হতাশার রাতে ঢেকে গেল তাদের আনন্দের অ্যানফিল্ড।
আর্জেন্টিনার নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস থাকছেন না এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে। আগামী ১৪ নভেম্বর এঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা — আর এই ম্যাচে ডিবুকে বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা গোলরক্ষকদের সুযোগ দেবেন লিওনেল স্কালোনি। এই সিদ্ধান্ত নিয়ে স্কালোনি ইতোমধ্যেই কথা বলেছেন মার্তিনেসের সঙ্গে।
তালেবান ক্ষমতায় ফেরার পর নারী অধিকার পুরোপুরি সীমাবদ্ধ হয়ে যায় আফগানিস্তানে। পড়াশোনা, চাকরি থেকে শুরু করে খেলাধুলাও নিষিদ্ধ হয়ে যায় তাদের জন্য। ঠিক সেই কঠিন বাস্তবতার মধ্যেই উঠে এসেছে আফগান নারীদের নতুন গল্প—ফুটবলকে ঘিরে নতুন লড়াই, নতুন পরিচয়।
‘সবচেয়ে বাজে চালক’— এমনই কড়া তকমা জুটেছে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার কপালে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, মোটরওয়েতে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে ১৮ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা এবং ৩০০ ঘণ্টা সমাজসেবার আদেশ পেয়েছেন এই ২৪ বছর বয়সী ফরাসি তারকা।
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বদলে নেপালকেই প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে, এরপর ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে লাল-সবুজেরা।
আরেকটি ট্রফির স্বপ্ন ভেঙে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি আরবের কিংস কাপে শেষ ষোলোয় আল ইত্তিহাদের কাছে ২–১ গোলে হেরে বিদায় নিয়েছে রোনালদোর আল নাসর। সাবেক সতীর্থ করিম বেনজেমার গোলে এগিয়ে থেকে জয়ের পথে দলকে নেতৃত্ব দেন তিনি।
তুরস্কের ফুটবলে চাঞ্চল্যকর এক কেলেঙ্কারি ফাঁস হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছে, শত শত রেফারি ও ম্যাচ কর্মকর্তা জুয়াখেলায় জড়িত ছিলেন। পাঁচ বছর ধরে চলা তদন্তে বেরিয়ে এসেছে, ৫৭১ জন কর্মকর্তার মধ্যে ৩৭১ জনের নামে বেটিং অ্যাকাউন্ট পাওয়া গেছে, যার মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়ায় অংশ নিয়েছেন।
স্প্যানিশ ফুটবলের অন্যতম আলোচিত দুর্নীতির মামলা ‘নেগ্রেইরা কেস’-এ আবারও আদালতের তলব পেল বার্সেলোনা। রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করার অভিযোগে অভিযুক্ত এই কাতালান ক্লাবের বিরুদ্ধে তদন্ত চলছে দীর্ঘদিন ধরে। এবার আদালত নির্দেশ দিয়েছে, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে সাবেক রেফারি কর্মকর্তা জোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা ও তার কোম্পানিগুলিকে প্রদত্ত মোট ৮ মিলিয়ন ইউরোর চুক্তি ও সংশ্লিষ্ট সব নথি উপস্থাপন করতে হবে বার্সেলোনাকে।