দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াইয়ে ব্যাট হাতে ব্যর্থ হলো পাকিস্তান। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও জসপ্রিত বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভার খেলেও তারা থেমে যায় ৯ উইকেটে ১২৭ রানে।
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইকে ঘিরে সবসময়ই থাকে আলাদা উত্তেজনা। তবে এবারের ম্যাচকে ঘিরে সেই উন্মাদনা দেখা যাচ্ছে না টিকিট বিক্রিতে। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে পর্যন্তও দুবাইয়ের ভেন্যুতে শত শত আসন খালি রয়ে গেছে। এমনকি প্রিমিয়াম, প্যাভিলিয়ন ও হসপিটালিটি বক্সের টিকিটও বিক্রি হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী দর্শকরা স্বপ্ন দেখছিলেন বড় কিছু। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে লাল–সবুজে রঙিন সমর্থকদের আশা কিন্তু ভেঙে চুরমার হলো খুব দ্রুতই। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের বদলে লিটন দাসের দল যেন মাঠে নামল আত্মসমর্পণের জন্যই।
এশিয়া কাপে আজ বি গ্রুপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আবুধাবিতে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে টাইগাররা, আর লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।
এশিয়া কাপে শুভ সূচনা করল পাকিস্তান। ব্যাটিংয়ে মোহাম্মদ হারিসের ঝড়ো ফিফটির পর বোলারদের দাপটে একপেশে লড়াই জিতে নিল সালমান আগার দল। নবাগত ওমানকে ৯৩ রানে হারিয়ে সহজ জয়েই টুর্নামেন্ট শুরু করল তারা।
এশিয়া কাপের এবারের আসরটা বাংলাদেশ শুরু করল দারুণ জয় দিয়ে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংকে ৭ উইকেটে হারিয়ে লিটন দাসের নেতৃত্বে যাত্রা শুভ করল টাইগাররা।
এশিয়া কাপে শিরোপাধারী ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরুর আভাস দিয়েও শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অবস্থায় পড়ল সংযুক্ত আরব আমিরাত। মাত্র ১৩.১ ওভার টিকেই ৫৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস, যা টি-২০ ক্রিকেটে আমিরাতের সর্বনিম্ন রানের রেকর্ড।
এশিয়া কাপের আসল রোমাঞ্চ শুরু হচ্ছে আজ। বর্তমান চ্যাম্পিয়ন ভারত নামছে শিরোপা ধরে রাখার মিশনে। প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত—কাগজে-কলমে ম্যাচটা অসম, তবে মাঠের আবহে ভিন্ন রকম উত্তাপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। নভেম্বর মাসে নিজেদের মাঠে আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। রোববার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আসন্ন সিরিজটি দলগুলোর জন্য হবে বিশ্বকাপ-পূর্ব মহড়া।
অবশেষে বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো বাঁধা রইল না প্রেনেলান সুব্রায়েনের সামনে। আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেটে বোলিং করার ছাড়পত্র দিয়েছেন আইসিসি।
এশিয়া কাপে ফাইনালে উঠেছে তিনবার, কিন্তু কখনোই ট্রফি হাতে ওঠেনি। সেই অপূর্ণ স্বপ্ন পূরণেই এবার নামছে বাংলাদেশ। আর দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লিটন কুমার দাস। সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেওয়ার আগে সমর্থকদের কাছে আশীর্বাদ চেয়ে জানালেন স্পষ্ট বার্তা—“চূড়ান্ত লক্ষ্য ট্রফি জয়।”
ক্রিকেট বিশ্বে একসঙ্গে দুই ভাইয়ের খেলার দৃশ্য নতুন নয়, তবে দক্ষিণ আফ্রিকার রুবিন হারমান ও জর্ডান হারমান নিজেদের ব্যাটে এনেছেন অন্য মাত্রা। নিউ জিল্যান্ড ‘এ’-র বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে দুজন মিলে হাঁকালেন চারটি সেঞ্চুরি, হয়ে উঠলেন সিরিজজয়ের নায়ক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একের পর এক বাধায় পরিত্যক্ত হলো বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। শুরুতে বিদ্যুৎ বিভ্রাট, এরপর বৃষ্টি—মাঝে খেলা এগোলেও শেষ পর্যন্ত আর মাঠে ফেরা সম্ভব হয়নি। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।
শারজাহর মাঠে আফগানিস্তান আবারও প্রমাণ করল তারা টি-টোয়েন্টিতে কতটা ভয়ঙ্কর। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে শুরু করা দলটি ফিরতি লড়াইয়ে দারুণ প্রতিশোধ নিল। ব্যাট হাতে ইব্রাহিম জাদরান (৬৫) ও সেদিকউল্লাহ আতাল (৬৪) গড়ে তুললেন ১১৩ রানের জুটি, আর বল হাতে ঝলক দেখালেন ফারুকি, মোহাম্মদ নবি ও রাশিদ খান। তাদের সম্মিলিত নৈপুণ্যে আফগানিস্তান পেল ১৮ রানের দাপুটে জয়।
পাওয়ার হিটারের খ্যাতি নিয়েই পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন আসিফ আলি। অনুশীলনে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা হাঁকানোর কথা বলে একসময় আলোচনায় এসেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সেই ছক্কার ঝড় খুব একটা দেখা যায়নি। এবার সেই ব্যাটার জানালেন বিদায়ের বার্তা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও একতরফা লড়াই উপহার দিল বাংলাদেশ। বোলারদের তোপে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস, আর ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ হাসান তামিম। তার ঝলমলে ফিফটির ওপর ভর করে টাইগাররা ৪১ বল হাতে রেখে ৯ উইকেটে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল।
হারারের মাটিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে পাতুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির কল্যাণে সফরকারীরা ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। এর ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল লঙ্কানরা।
ইউরোপিয়ান বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার পর নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত নেদারল্যান্ডস ক্রিকেট দল। সেই সাফল্যের রেশ টেনে বাংলাদেশ সফরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে তারা।
প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে ওমান জাতীয় ক্রিকেট দল। আসন্ন আসরের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা। চারজন নতুন মুখ জায়গা পেয়েছেন দলে, যাদের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটার যতিন্দর সিং।
এশিয়া কাপের আগেই বড় ধাক্কায় পড়ল ভারতীয় ক্রিকেট দল। প্রধান স্পন্সর ড্রিম ১১ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তারা আর ভারতের ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে না।