শেষ বল পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল চট্টগ্রাম রয়্যালস। জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে স্নায়ুর পরীক্ষায় পাস করতে পারেনি রাজশাহী। হাসান নওয়াজের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে শেষ বলে ২ রান নিয়ে ২ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় চট্টগ্রাম।
একাই যেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। কোনোমতে পঞ্চাশ পার করা দলটিকে সহজেই হারিয়ে দেয় সিলেট টাইটানস।
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে এর আইনগত ভিত্তি ও প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রাজনৈতিক কারণে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
রিপন মন্ডলের গতির ঝাঁজে পুরোপুরি দিশেহারা নোয়াখালী এক্সপ্রেস। কুয়াশাঘেরা সিলেটের সন্ধ্যায় আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় নবাগত দলটি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও অভিজ্ঞ মুশফিকুর রহিম ও ইয়াসির আলির দৃঢ়তায় অনায়াস জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।
গ্লোবাল সুপার লিগ (জিএসএল)-এর দ্বিতীয় আসরের ফাইনালে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ৩২ রানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়েছে গায়ানা।
১৭ বছর পর আইপিএল শিরোপার স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই সঙ্গে স্বপ্নপূরণ হলো বিরাট কোহলির, যিনি এতদিন ধরে শুধু চেষ্টা আর হতাশার গল্প লিখে গেছেন। আহমেদাবাদের জমজমাট ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে ইতিহাস গড়ল বেঙ্গালুরু।
আইপিএল ২০২৫-এর লিগ পর্বে শেষ ম্যাচে নিজেকে প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছেন এই বাঁহাতি পেসার। যদিও তার দুর্ভাগ্য, দুটি ক্যাচ না পড়লে পাঁচ উইকেটও পেতে পারতেন কাটার মাস্টার।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে এবার বাংলাদেশ দলের খেলা মাঝপথেই ভারতে উড়াল দেবেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত এক সপ্তাহের এনওসি (অনুমতিপত্র) দিয়েছে বাঁহাতি এই পেসারকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলতে গিয়ে মাঠের বাইরের অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নেওয়া রিশাদ মাঠে দুর্দান্ত পারফর্ম করলেও, রাজনৈতিক টানাপড়েন ও যুদ্ধাবস্থার জেরে পড়েন বিতর্কে।
ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে আইপিএলের ১৮তম আসর স্থগিত হয়ে গেছে। তবে টুর্নামেন্টটি সম্পূর্ণ বাতিল না করে বিকল্প ভেন্যুতে আয়োজনের চিন্তাভাবনা চলছে। এ অবস্থায় এগিয়ে এসেছে ইংল্যান্ড।
পাকিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মধ্যে দেশ ছাড়লেন পিএসএল খেলা দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। আজ শুক্রবার রাতে বিশেষ ফ্লাইটে করে তারা রওনা দেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় চালানো ভারতীয় ড্রোন হামলার জেরে স্থগিত হয়ে গেছে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ।
চ্যাম্পিয়নের মতোই ফিরে এসেছে রংপুর রাইডার্স। গত বছরের গায়ানা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) জয়ের স্মৃতি নিয়ে এবার তারা নামছে ২০২৫ আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। আগামী ১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে এবারের জমজমাট প্রতিযোগিতা।
ভারতীয় ক্রিকেটে তীব্র আলোড়ন। মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ক্রিকেটার শিবালিক শর্মা ধর্ষণের অভিযোগে রাজস্থানে গ্রেফতার হয়েছেন। যোধপুরের কুড়ি ভগতসানি থানায় এক তরুণীর করা অভিযোগের ভিত্তিতে বরোদার এই বাঁ-হাতি ব্যাটারকে আটক করেছে পুলিশ।
মাদক ব্যবহারের অভিযোগে শুরুর দিকে তিন মাস নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে। তবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ায় তার শাস্তি কমিয়ে আনা হয়েছে মাত্র এক মাসে। ফলে আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে এবং আগামী মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামার পথ এখন পুরোপুরি পরিষ্কার।
মাঠে মোবাইল ফোন নিয়ে ব্যাট করতে নামার মতো ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে এমনই ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল ল্যাঙ্কাশায়ার বনাম গ্লস্টারশায়ার ম্যাচে।
গুজরাট টাইটান্সের বিপক্ষে চমক দেখালেন রাজস্থান রয়্যালসের কিশোর তারকা বৈভব সূর্যবংশি। রশিদ খানের খাটো লেংথের বলটি ব্যাকফুটে গিয়ে পুল করে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা মারার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়লেন ১৪ বছর ৩২ দিন বয়সী এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন বৈভবের দখলে।
দুই ম্যাচেই ছয় উইকেট—পিএসএলে এখন সবচেয়ে সফল বোলারের নাম রিশাদ হোসেন! লাহোর কালান্দার্সের এই বাংলাদেশি লেগ স্পিনার দ্বিতীয় ম্যাচেও আগুন ঝরালেন বল হাতে। ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট, আর করাচি কিংসের বিপক্ষে লাহোর পেল বিশাল জয়।
