চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস ম্যাচের শুরুতেই বলেছিলেন, দেড়শ রানই জয়ের জন্য যথেষ্ট — কিন্তু সেই বিশ্বাসকে ব্যর্থ করে দিল দলের ব্যর্থ ফিল্ডিং। একের পর এক সহজ ক্যাচ হাতছাড়া করে ম্যাচটাই প্রতিপক্ষের হাতে তুলে দেয় স্বাগতিকরা।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যাবে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। দল পাওয়া ও ধরে রাখার জন্য ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) জমা দেওয়ার শেষ দিনেও তারা আবেদন করেনি। ফলে গত দুই আসরের চ্যাম্পিয়ন দলটি এবার থাকছে না বিপিএলে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। মন্থর উইকেটে ব্যাটারদের ব্যর্থতার দিনে লড়াই চালিয়ে যান কেবল টেল এন্ডাররা, কিন্তু শেষ পর্যন্ত হারের আক্ষেপই থেকে যায় লিটন দাসের দলের জন্য।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটারদের রানের উৎসবের মাঝেই তৈরি হলো বিরল ইতিহাস। ময়মনসিংহ বিভাগের বাঁহাতি স্পিনার রকিবুল হাসান একাই নিয়েছেন ৯ উইকেট, হয়ে গেলেন বাংলাদেশের ষষ্ঠ বোলার যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ৯ উইকেটের কীর্তি গড়লেন।
নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেলো বৃষ্টির কারণে। মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচে টসের সময়ই বৃষ্টি শুরু হয়। দেরিতে খেলা কিছুটা এগুতে পারলেও ২৭ ওভারের পরে আবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারও আয়োজনকে করেছে অনন্য। বাংলাদেশ টুরিজম বোর্ডের সহযোগিতায় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনের স্থান হিসেবে বেছে নেওয়া হয় চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং)—যার ইতিহাস প্রায় এক শতাব্দী পুরোনো।
এশিয়া কাপের সুপার ফোর পর্বে হঠাৎ পাঁজরের চোটে ছিটকে পড়েছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সেই চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজেও মাঠে নামা হয়নি তার। অবশেষে পুরোপুরি ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ফিরলেন তিনি।
সুপার ওভারের রোমাঞ্চে আগের ম্যাচে হতাশ হলেও তৃতীয় ওয়ানডেতে আর কোনো ভুল করেনি বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এটি রানের হিসেবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ হোসেন। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ এক লাফে ৮৭ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় উঠে এসেছেন ৩৭ নম্বরে। শুধু তাই নয়, বোলারদের তালিকায়ও ৬৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬৬তম স্থানে জায়গা করে নিয়েছেন এই তরুণ তারকা।
মিরপুরের টার্নিং উইকেটে এক রোমাঞ্চকর লড়াইয়ে জমে উঠেছিল দ্বিতীয় ওয়ানডে। স্পিনের রাজত্বে ছড়িয়েছিল উত্তেজনা প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত। শেষ পর্যন্ত নাটকীয় সেই ম্যাচের পরিণতি গড়ায় সুপার ওভারে—যেখানে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক শেই হোপের ঠান্ডা মাথার ব্যাটিং আর নিখুঁত নেতৃত্বে।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ দেখা গেল এক অনন্য দৃশ্য—যা ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বোলিং করে নতুন বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ৯ বলে দরকার ছিল মাত্র ১০ রান, হাতে তখনও ৬ উইকেট। জয়ের এমন সহজ সমীকরণও মেলাতে পারল না নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। শেষ মুহূর্তে একের পর এক ব্যাটিং বিপর্যয়ে মাত্র ২ রান যোগ করেই ৫ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে হেরে গেল বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে এই পরাজয়ে শেষ হলো তাদের আইসিসি নারী বিশ্বকাপ মিশন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার ছিল রিশাদ হোসেনের দিন। বাংলাদেশ দলে নিয়মিত সুযোগ না পেলেও এই ম্যাচে যেন নিজের উপস্থিতির প্রমাণ রেখেছেন দারুণভাবে। তরুণ এই লেগ স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ গুঁড়িয়ে গেছে মাত্র ১৩৩ রানে। তার আগে ব্যাট হাতে ২৬ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেও দলের রান দুইশর ওপরে তুলতে সহায়তা করেন রিশাদ। শেষ পর্যন্ত ৭৪ রানে জয় পেয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
বিশাখাপত্তনমের রোদে আশা জাগিয়েও শেষমেশ হতাশার ছায়া। আইসিসি নারী বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও ক্যাচ মিস আর ফিল্ডিংয়ের ভুলে ম্যাচ হাতছাড়া করল বাংলাদেশ নারী দল।
চ্যাম্পিয়ন লেগ স্পিনার রশিদ খান যেন বাংলাদেশের বিপক্ষে অন্য এক উচ্চতায় খেলেছেন। দুই ম্যাচের সিরিজে তার বলের ঘূর্ণি আর ভ্যারিয়েশন বুঝে উঠতেই পারেননি টাইগার ব্যাটাররা। মনে হচ্ছিলো, রশিদ বল হাতে নিলেই কিছু একটা ঘটবেই — এবং ঘটেছে তাই। দুই ম্যাচে মাত্র ৫৫ রান দিয়ে ৮ উইকেট তুলে নিয়েছেন এই আফগান স্পিন জাদুকর। গড় মাত্র ৬.৮৭!
আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ছক্কার বৃষ্টি ঝরিয়ে ব্যাট হাতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন সাইফ হাসান। আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন শীর্ষ ২০-এ।
দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলাদেশ নারী দলকে। গুয়াহাটিতে মঙ্গলবার অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এখন বেশ আত্মবিশ্বাসী মেজাজে আছে নিগার সুলতানা জ্যোতি ও তার দল। ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের শেষ পর্যায়ে দেখা গেল এক অবিশ্বাস্য ঘটনাপ্রবাহ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই পরিচালক নিয়োগ এবং অপসারণ—এমন নাটকীয় দৃশ্য ক্রিকেট মহলে বিস্ময় ছড়িয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত পরিচালনা পরিষদের নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে তার নাম।
