ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে বুধবার 'এইচ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে লাল-সবুজের মেয়েরা। ফর্মে থাকা মোসাম্মৎ সাগরিকা জোড়া গোল করে দলকে এগিয়ে নেন, অপর গোলটি আসে মুনকি আক্তারের পা থেকে। লাওসের পক্ষে সান্ত্বনার একমাত্র গোলটি করেন আন্না কেও ওনসি।
ম্যাচশেষে বাফুফে পাঠানো এক অডিও বার্তায় বাটলার বলেন, “প্রথম ম্যাচ জিততে পারাটা সবসময়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তিমুর লেস্তের বিপক্ষে পরের ম্যাচের আগে পয়েন্টের খাতা খোলা ছিল আমাদের জন্য খুব জরুরি।”
এই জয় অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের তৃতীয় জয় মাত্র। এর আগে ১২ ম্যাচে জয় পেয়েছিল মাত্র দুইটিতে। বাটলার আরও বলেন, “প্রথম ম্যাচে নার্ভাসনেস থাকে, কিছু সুযোগ মিস হয়েছে ঠিকই, কিন্তু আমাদের রক্ষণভাগ ছিল ভালো। ঝুঁকি নেওয়ার মধ্যেই আমাদের খেলার সৌন্দর্য। কেউ পছন্দ করুক বা না করুক, আমরা ধীরে ধীরে এই ধরণে অভ্যস্ত হয়ে যাবো।”
এবারের আসরে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল ও সেরা তিন রানার-আপ পাবে মূলপর্বে খেলার টিকিট। আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে মূল টুর্নামেন্ট।
নিজ দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী বাটলার বলেন, “এই মেয়েদের শেখার জন্য এটা আদর্শ মঞ্চ। আমি সত্যিই মনে করি, আমরা দারুণ ফুটবল খেলেছি। আত্মবিশ্বাস ছিল রক্ষণে। একটা অপ্রয়োজনীয় গোল খেলেও মোটের উপর ওরা আমাদের বিপদে ফেলতে পারেনি।”
বাংলাদেশ আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তিমুর লেস্তের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার তারা লড়বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, যারা ইতিমধ্যেই তিমুর লেস্তেকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে।
লিওনেল মেসির প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ড এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড! ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি যে রুকি কার্ড প্রকাশ করেছিল, সেটিই দুই দশক পর বিক্রি হলো অবিশ্বাস্য মূল্যে।
লিভারপুলের জয়ের ধারা যেন নাটকীয়তার রেকর্ড বই লিখছে নতুনভাবে। চলতি মৌসুমে টানা চার ম্যাচে শেষ মুহূর্তের গোল করে জয় তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে আগে কখনো কোনো দল এমন নজির গড়তে পারেনি।
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আশাবাদী হয়ে উঠেছেন জুড বেলিংহ্যামকে আগেভাগেই মাঠে ফেরানোর বিষয়ে। কাঁধের অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জার্মানির নাম মানেই এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু ২০১৪ সালে ব্রাজিলকে নিজ মাঠে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে দলটি যেন পথ হারিয়ে বসে আছে। সেই ধারাবাহিক ব্যর্থতারই সর্বশেষ দৃশ্য ফুটে উঠল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে ২–০ গোলের হার দিয়ে।
লাতিন আমেরিকার ফুটবল দুনিয়ায় একসময় অপ্রতিরোধ্য শক্তি ছিল ব্রাজিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষটা হলো লজ্জাজনকভাবে। এল আল্টোতে ৪,১৫০ মিটার উচ্চতার কঠিন পরিবেশে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে ইতিহাসের সবচেয়ে বাজে ফলের মুখ দেখল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বিকেল ৩টায় বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু শেষ মুহূর্তে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, লিওনেল মেসি এখনও ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি সময় নিয়ে, শান্তভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজই নেপাল সফর শেষ করে দেশে ফিরছে। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন জামাল ভূঁইয়া–তপুরা।