প্রিমিয়ার লিগে বিলিয়নের বন্যা, দমবন্ধ লা লিগা
ইউরোপিয়ান ফুটবলের মানচিত্রে আজ যেন দুই ভিন্ন গ্রহ। এক পাশে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, যেখানে ক্লাবগুলো খরচ করছে বিলিয়ন ইউরো, প্রতিযোগিতায় টিকে থাকতে যেন অর্থের ঢল নামানোই নিয়ম। অন্যদিকে স্পেনের লা লিগা, যেখানে বাজেটের টানাপোড়েন, নিবন্ধন ঝক্কি আর আর্থিক সংকট ক্লাবগুলোর শ্বাসরোধ করছে।সর্বশেষ গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো এই ব্যবধানটা আরও স্পষ্ট করে দিয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলো কয়েক সপ্তাহেই ব্যয় করেছে ৩ বিলিয়নের বেশি ইউরো, অথচ লা লিগার সব ক্লাব মিলে খরচ করেছে মাত্র ৭০১ মিলিয়ন। ফলে বড় তারকারা ছুটছে ইংল্যান্ডে, আর স্প্যানিশ ক্লাবগুলো খেলোয়াড় নিবন্ধন করাতেও হিমশিম খাচ্ছে। বার্সেলোনা ব্যাংক গ্যারান্টির জোরে কোনোমতে স্কোয়াড গোছালেও সেভিয়া এক ইউরোও খরচ করতে না পেরে খেলোয়াড় বিক্রি করে টিকে আছে। ব্যতিক্রম কেবল ভিয়ারিয়াল ও রিয়াল বেতিস, যারা বিক্রি করা অর্থ কাজে লাগাতে পেরেছে।
প্রিমিয়ার লিগের ছবিটা সম্পূর্ণ উল্টো। অন্তত ১৫টি ক্লাব ১০০ মিলিয়নের বেশি খরচ করেছে, লিভারপুল একাই ঢেলেছে ৪০০ মিলিয়নের বেশি। এমনকি লিগের ছোট দলগুলোও খরচে স্প্যানিশ জায়ান্টদের ছাড়িয়ে গেছে।
তবু লা লিগার আলো নিভে যায়নি পুরোপুরি। কারণ বিশ্বসেরা দামি ১০ ফুটবলারের মধ্যে ৬ জন এখনো খেলছেন স্পেনে—তবে সবাই রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনায়। এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, বেলিংহ্যাম, ইয়ামাল, পেদ্রি, ভালভার্দে—এই তারকারা লিগটিকে টেনে রাখলেও, বাকি ক্লাবগুলোর অবস্থা যেন এক অর্থনৈতিক বারমুডা ট্রায়াঙ্গেল।
প্রিমিয়ার লিগ নতুন যুগের প্রতিশ্রুতি দিচ্ছে অর্থের দাপটে, আর লা লিগা লড়ছে টিকে থাকার সংগ্রামে।
সম্পর্কিত পোস্ট
১৮ কোটি টাকায় বিক্রি মেসির রুকি কার্ড, পেলেকে ছাড়িয়ে নতুন রেকর্ড
লিওনেল মেসির প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ড এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড! ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি যে রুকি কার্ড প্রকাশ করেছিল, সেটিই দুই দশক পর বিক্রি হলো অবিশ্বাস্য মূল্যে।
সালাহর গোলের রেকর্ডে শীর্ষে ফিরল লিভারপুল
লিভারপুলের জয়ের ধারা যেন নাটকীয়তার রেকর্ড বই লিখছে নতুনভাবে। চলতি মৌসুমে টানা চার ম্যাচে শেষ মুহূর্তের গোল করে জয় তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে আগে কখনো কোনো দল এমন নজির গড়তে পারেনি।
আগেভাগেই ফিরতে চলেছেন বেলিংহ্যাম, আশাবাদী রিয়াল কোচ আলোনসো
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আশাবাদী হয়ে উঠেছেন জুড বেলিংহ্যামকে আগেভাগেই মাঠে ফেরানোর বিষয়ে। কাঁধের অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
টনি ক্রুসের হতাশার হুঙ্কার: জার্মানি এখন আলোকবর্ষ পিছিয়ে
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জার্মানির নাম মানেই এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু ২০১৪ সালে ব্রাজিলকে নিজ মাঠে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে দলটি যেন পথ হারিয়ে বসে আছে। সেই ধারাবাহিক ব্যর্থতারই সর্বশেষ দৃশ্য ফুটে উঠল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে ২–০ গোলের হার দিয়ে।
বলিভিয়ার কাছে হেরে লজ্জাজনক সমাপ্তি ব্রাজিলের
লাতিন আমেরিকার ফুটবল দুনিয়ায় একসময় অপ্রতিরোধ্য শক্তি ছিল ব্রাজিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষটা হলো লজ্জাজনকভাবে। এল আল্টোতে ৪,১৫০ মিটার উচ্চতার কঠিন পরিবেশে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে ইতিহাসের সবচেয়ে বাজে ফলের মুখ দেখল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
অস্থির নেপালে আটকে গেল বাংলাদেশ ফুটবল দল, দেশে ফিরতে পারছে না জামাল ভূঁইয়ারা
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বিকেল ৩টায় বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু শেষ মুহূর্তে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, এখনই চূড়ান্ত নয় মেসির সিদ্ধান্ত
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, লিওনেল মেসি এখনও ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি সময় নিয়ে, শান্তভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন।
রাজনৈতিক অস্থিরতায় বাতিল ম্যাচ, আজই দেশে ফিরছে বাংলাদেশ দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজই নেপাল সফর শেষ করে দেশে ফিরছে। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন জামাল ভূঁইয়া–তপুরা।