নিরাপত্তাজনিত কারণে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজিত এই ম্যাচের আগে সকালেই জেরুজালেমে এক ভয়াবহ হামলায় ছয়জন নিহত হন। সেই ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ইসরায়েল দল। তবে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও স্টেডিয়াম প্রায় ফাঁকা ছিল, উপস্থিত ছিলেন মাত্র কয়েকশ দর্শক। এর মধ্যেই প্রতিবাদের আগুন ছড়িয়ে দেন আজ্জুরি সমর্থকেরা।
শুধু এই ম্যাচেই নয়, এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মুখোমুখি হওয়া ম্যাচে একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিলেন তারা। এরই ধারাবাহিকতায় ইতালিয়ান কোচেস অ্যাসোসিয়েশন উয়েফা ও ফিফাকে খোলা চিঠি দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ করার দাবি তুলেছে। রাশিয়ার মতোই যুদ্ধ ও মানবিক সংকটের দায়ে একই ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের।
তবে মাঠের খেলা ছিল রোমাঞ্চে ভরপুর। গোলের পর গোল পাল্টা গোলের ম্যাচে শেষ হাসি হেসেছে ইতালি। সান্দ্রো তোনালির শেষ মুহূর্তের গোলেই ইসরায়েলকে ৫-৪ ব্যবধানে হারিয়ে রক্ষা পায় আজ্জুরিরা। একসময় মনে হচ্ছিল পরাজয়ের দিকে এগোচ্ছে ইতালি, কিন্তু নাটকীয় সেই গোলই শেষ মুহূর্তে ভাগ্য বদলে দেয়।
লিওনেল মেসির প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ড এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড! ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি যে রুকি কার্ড প্রকাশ করেছিল, সেটিই দুই দশক পর বিক্রি হলো অবিশ্বাস্য মূল্যে।
লিভারপুলের জয়ের ধারা যেন নাটকীয়তার রেকর্ড বই লিখছে নতুনভাবে। চলতি মৌসুমে টানা চার ম্যাচে শেষ মুহূর্তের গোল করে জয় তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে আগে কখনো কোনো দল এমন নজির গড়তে পারেনি।
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আশাবাদী হয়ে উঠেছেন জুড বেলিংহ্যামকে আগেভাগেই মাঠে ফেরানোর বিষয়ে। কাঁধের অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জার্মানির নাম মানেই এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু ২০১৪ সালে ব্রাজিলকে নিজ মাঠে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে দলটি যেন পথ হারিয়ে বসে আছে। সেই ধারাবাহিক ব্যর্থতারই সর্বশেষ দৃশ্য ফুটে উঠল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে ২–০ গোলের হার দিয়ে।
লাতিন আমেরিকার ফুটবল দুনিয়ায় একসময় অপ্রতিরোধ্য শক্তি ছিল ব্রাজিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষটা হলো লজ্জাজনকভাবে। এল আল্টোতে ৪,১৫০ মিটার উচ্চতার কঠিন পরিবেশে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে ইতিহাসের সবচেয়ে বাজে ফলের মুখ দেখল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বিকেল ৩টায় বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু শেষ মুহূর্তে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, লিওনেল মেসি এখনও ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি সময় নিয়ে, শান্তভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজই নেপাল সফর শেষ করে দেশে ফিরছে। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন জামাল ভূঁইয়া–তপুরা।