রেকর্ড ভেঙে ইসাককে দলে টানল লিভারপুল
অবশেষে শেষ হলো দীর্ঘ অপেক্ষার পালা। ব্রিটিশ ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে লিভারপুলে যোগ দিচ্ছেন সুইডিশ তারকা আলেকজান্ডার ইসাক। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১২৫ মিলিয়ন পাউন্ডে সমঝোতায় পৌঁছেছে অ্যানফিল্ড ক্লাবটি। অ্যাড–অন যোগ হলে এই চুক্তির মূল্য দাঁড়াবে প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড, যা ইংলিশ ফুটবলে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার।সোমবারই লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে পা রেখেছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। এর আগে ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল নিউক্যাসল, আর সেই থেকে দল ছাড়া ছিলেন ইসাক। তবে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে এসে মিলল কাঙ্ক্ষিত সমাধান।
এটি লিভারপুলের এই গ্রীষ্মের দ্বিতীয় রেকর্ড সাইনিং। মাসখানেক আগে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্টজকে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল তারা। এবার ইসাকের আগমন সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।
ইতিমধ্যেই হুগো একিতিকে, মিলোস কেরকেজ, জেরেমি ফ্রিমপং, জর্জি মামারদাশভিলি, আরমিন পেসসি ও জিওভান্নি লেওনিকে দলে টেনে ফেলেছে লিভারপুল। অ্যাড–অন বাদে তাদের গ্রীষ্মকালীন ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪১৬.২ মিলিয়ন পাউন্ড, যা প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ খরচের রেকর্ড। এর আগে চেলসি ২০২৩ সালে ৪০১.২ মিলিয়ন পাউন্ড খরচ করে এই রেকর্ড করেছিল।
তবুও এখানেই থেমে নেই লিভারপুল। ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মার্ক গেহিকে দলে টানার আলোচনাও চলছে। যদিও ইতিমধ্যেই লুইস দিয়াজ, ডারউইন নুনিয়েজ, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডসহ সাতজন খেলোয়াড় বিক্রি করে ১৯০ মিলিয়ন পাউন্ড পুনরুদ্ধার করেছে তারা।
নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্নে স্লটের শিষ্যরা। সর্বশেষ ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে টানা জয়ের ধারা বজায় রেখেছে লিভারপুল। এবার ইসাকের আগমন তাদের আক্রমণভাগে আনবে এক নতুন ধার, যা প্রতিদ্বন্দ্বীদের জন্য হতে পারে ভয়ঙ্কর সতর্কবার্তা।
সম্পর্কিত পোস্ট
১৮ কোটি টাকায় বিক্রি মেসির রুকি কার্ড, পেলেকে ছাড়িয়ে নতুন রেকর্ড
লিওনেল মেসির প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ড এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড! ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি যে রুকি কার্ড প্রকাশ করেছিল, সেটিই দুই দশক পর বিক্রি হলো অবিশ্বাস্য মূল্যে।
সালাহর গোলের রেকর্ডে শীর্ষে ফিরল লিভারপুল
লিভারপুলের জয়ের ধারা যেন নাটকীয়তার রেকর্ড বই লিখছে নতুনভাবে। চলতি মৌসুমে টানা চার ম্যাচে শেষ মুহূর্তের গোল করে জয় তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে আগে কখনো কোনো দল এমন নজির গড়তে পারেনি।
আগেভাগেই ফিরতে চলেছেন বেলিংহ্যাম, আশাবাদী রিয়াল কোচ আলোনসো
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আশাবাদী হয়ে উঠেছেন জুড বেলিংহ্যামকে আগেভাগেই মাঠে ফেরানোর বিষয়ে। কাঁধের অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
টনি ক্রুসের হতাশার হুঙ্কার: জার্মানি এখন আলোকবর্ষ পিছিয়ে
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জার্মানির নাম মানেই এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু ২০১৪ সালে ব্রাজিলকে নিজ মাঠে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে দলটি যেন পথ হারিয়ে বসে আছে। সেই ধারাবাহিক ব্যর্থতারই সর্বশেষ দৃশ্য ফুটে উঠল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে ২–০ গোলের হার দিয়ে।
বলিভিয়ার কাছে হেরে লজ্জাজনক সমাপ্তি ব্রাজিলের
লাতিন আমেরিকার ফুটবল দুনিয়ায় একসময় অপ্রতিরোধ্য শক্তি ছিল ব্রাজিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষটা হলো লজ্জাজনকভাবে। এল আল্টোতে ৪,১৫০ মিটার উচ্চতার কঠিন পরিবেশে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে ইতিহাসের সবচেয়ে বাজে ফলের মুখ দেখল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
অস্থির নেপালে আটকে গেল বাংলাদেশ ফুটবল দল, দেশে ফিরতে পারছে না জামাল ভূঁইয়ারা
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বিকেল ৩টায় বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু শেষ মুহূর্তে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, এখনই চূড়ান্ত নয় মেসির সিদ্ধান্ত
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, লিওনেল মেসি এখনও ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি সময় নিয়ে, শান্তভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন।
রাজনৈতিক অস্থিরতায় বাতিল ম্যাচ, আজই দেশে ফিরছে বাংলাদেশ দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজই নেপাল সফর শেষ করে দেশে ফিরছে। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন জামাল ভূঁইয়া–তপুরা।