টেস্টই শ্রেষ্ঠ
ওভাল টেস্ট শেষে বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইট করে লিখেছেন, “টেস্ট ক্রিকেট হলো পৃথিবীর শ্রেষ্ঠ খেলা।” অনেকের মনে প্রশ্ন জাগতে পারে—সত্যিই কি সব খেলার সেরা? বিতর্ক থাকতে পারে, কিন্তু ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ভেতর যে টেস্টই সবচেয়ে গভীর, সবচেয়ে রোমাঞ্চকর ও শ্রেষ্ঠ, তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে।ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ যেন এই দাবির বাস্তব প্রমাণ। প্রতিটি ম্যাচই গড়িয়েছে পঞ্চম দিনে। অনেকগুলো ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে শেষ ঘণ্টায়। চারদিনে টেস্ট শেষ করার যে আলোচনা চলে, এই সিরিজ যেন তার জবাবে বলা এক দৃপ্ত ‘না’। এই সিরিজ টেস্ট ক্রিকেটের কোনো শেষযাত্রা নয়, বরং এক দীপ্ত প্রত্যাবর্তন। ২০০৫ সালের অ্যাশেজের পর এতো নাটকীয়তা, প্রতিদ্বন্দ্বিতা ও গল্পে ভরপুর সিরিজ আর দেখা যায়নি।
রমরমা টি-টোয়েন্টির যুগে যখন টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা উচ্চারিত হয়, তখন সাবেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রার কণ্ঠে ভরসার বাণী—“আমি কিছুটা চিন্তিত ছিলাম টেস্ট ক্রিকেট নিয়ে। তবে ভারত-অস্ট্রেলিয়া আর ভারত-ইংল্যান্ড সিরিজ দেখে বলতে পারি, টেস্ট ক্রিকেট বেঁচে আছে এবং ভালোভাবেই আছে।”
ওভালের শেষ দিনে খেলাই ছিল কম, তবু গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ৩৫ রান লাগবে ইংল্যান্ডের, ভারতের লাগবে ৪ উইকেট—এই রোমাঞ্চ মিস করতে চাননি কেউ। বিগত ৬ সপ্তাহ, ২৪ দিন, ৭২ সেশনের টানটান উত্তেজনা দর্শকদের এই শ্বাসরুদ্ধকর মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। ব্যাটে-বলে চোখ ধাঁধানো সব কীর্তি, চোট পেয়ে লড়াই চালিয়ে যাওয়া, কোণঠাসা হয়েও হাল না ছাড়া—এই সব কিছুই ছিল এই সিরিজে।
একজন বাঙালি সাহিত্যিক একবার টেস্ট ক্রিকেটকে তুলনা করেছিলেন মানবজীবনের সঙ্গে। যেখানে আছে উত্থান-পতন, ব্যর্থতা, আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ। টেস্ট ক্রিকেট যেন ধ্রুপদী সঙ্গীত, যার রস বুঝতে পারলে জীবনের গভীর অনুভবও ছুঁয়ে যায় মনকে। এমন এক অনুভব মানুষকে জীবিত থাকাকেও সার্থক করে তোলে।
বাণিজ্যিকভাবেও এই ফরম্যাট সবচেয়ে সম্ভাবনাময়। পাঁচ দিনজুড়ে খেলা মানেই অনেক বেশি বিজ্ঞাপনের সুযোগ, কিন্তু এই সম্ভাবনা ফুটে ওঠে তখনই যখন ম্যাচে থাকে প্রতিদ্বন্দ্বিতা ও গুণমান—যেমনটা দেখা যায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।
আজকাল প্রতিটি কোণে টি-টোয়েন্টির দাপট—বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, বিশ্বকাপ, ব্যস্ত ক্যালেন্ডার। তবু মনে গেঁথে থাকে কোন ছবি? বেশিরভাগ সময়ই সেটা হয় শেষ সেশনের উত্তেজনায় ভরপুর কোনো টেস্ট ম্যাচ। হেডিংলি, ওভালের মতো মুহূর্তগুলো মনে থাকে চিরদিন।
সিরাজ বা প্রসিধ কৃষ্ণ—যারা আইপিএলে অনেক কীর্তি গড়েছেন, তাঁদের ক্যারিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে থাকবে সেই ওভালের সকাল। যেখানে তাঁরা সাদা পোশাকে, লাল বল হাতে বোলিং করেছেন দারুণ ছন্দে।
আর তাই আইপিএল জেতার পর বিরাট কোহলির সেই উক্তি হয়তো এই টেস্ট সিরিজের সেরা সংজ্ঞা, “আমার খেলোয়াড়ি জীবনের সেরা মুহূর্তগুলোর একটি হলেও, টেস্ট ক্রিকেটের মর্যাদার কাছে এটি এখনো পাঁচ ধাপ নিচে। আমি তরুণদের বলি—টেস্টকে সম্মান করো। যখন আপনি টেস্টে ভালো খেলবেন, তখন দুনিয়ার যেকোনো প্রান্তে মানুষ আপনাকে সম্মান করবে।”
এই সিরিজ শুধু ভারত-ইংল্যান্ড নয়, এটি টেস্ট ক্রিকেটের নিজস্ব বিজ্ঞাপন। এটি একটি ফরম্যাটের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং জয়গান।
সম্পর্কিত পোস্ট
বিগ ব্যাশে আবারও ঝলক, তিন উইকেটে হোবার্টের জয়ে রিশাদ
বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে নেমেই ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ছেন রিশাদ হোসেন। প্রতিটি ম্যাচেই নিজেকে প্রমাণ করে চলেছেন বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে আজ আবারও তিন উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন রিশাদ।
শেষ বলের নাটকীয়তায় রাজশাহীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস
শেষ বল পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল চট্টগ্রাম রয়্যালস। জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে স্নায়ুর পরীক্ষায় পাস করতে পারেনি রাজশাহী। হাসান নওয়াজের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে শেষ বলে ২ রান নিয়ে ২ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় চট্টগ্রাম।
৪–১ ব্যবধানে অ্যাশেজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া
শেষ টেস্টে সামান্য চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত দাপট দেখিয়েই অ্যাশেজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ৪–১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় স্বাগতিকরা। ১৬০ রানের লক্ষ্য শেষ দিনের চা-বিরতির আগেই টপকে যায় অস্ট্রেলিয়া।
নাসুমের ঘূর্ণিতে উড়ে গেল নোয়াখালী
একাই যেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারের বিধ্বংসী বোলিংয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। কোনোমতে পঞ্চাশ পার করা দলটিকে সহজেই হারিয়ে দেয় সিলেট টাইটানস।
মোস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার নিয়ে অবস্থান নিচ্ছে সরকার
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে এর আইনগত ভিত্তি ও প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার। এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশ্বকাপ দলে জায়গা পেলেন না জাকের আলি, লিটনের নেতৃত্বে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে জায়গা হয়নি ছন্দ হারানো ব্যাটার জাকের আলি অনিকের। তার বাদ পড়া অনেকটাই অনুমিত ছিল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
মোস্তাফিজ ইস্যুতে কড়া অবস্থান সরকারের, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে আইসিসিকে চিঠির নির্দেশ
রাজনৈতিক কারণে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন তিনি।
মোস্তাফিজ ইস্যুতে মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।