৭ ম্যাচে ১৩ গোল; বুন্দেসলিগায় গোলবন্যায় হ্যারি কেইন
একের পর এক গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে জোড়া গোলের পর এবার বুন্দেসলিগায় করলেন হ্যাটট্রিক। তার নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারিয়েছে হফেনহাইমকে। শনিবার প্রিজিরো এরেনায় পাওয়া এই জয়ে অপরাজিত ধারা ধরে রাখল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।প্রথমার্ধের শেষ মুহূর্তে ১৭ বছর বয়সী নবাগত লেনার্ট কার্লের কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন কেইন। বিরতির মাত্র তিন মিনিট পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইংলিশ স্ট্রাইকার। ম্যাচের ৭৭তম মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
হফেনহাইম এক গোল শোধ করলেও যোগ করা সময়ের নবম মিনিটে সার্জ জিনাব্রির গোল নিশ্চিত করে বায়ার্নের বড় জয়।
এই হ্যাটট্রিকের পর সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৭ ম্যাচেই ১৩ গোল হয়ে গেল কেইনের নামের পাশে। টানা পাঁচ ম্যাচে জয় নিয়ে পূর্ণ পয়েন্ট ধরে রাখল বায়ার্ন। গত মৌসুমে দুই লেগে হফেনহাইমকে ৯-০ ব্যবধানে হারানো বাভারিয়ানরা এবারও নিজেদের দাপট ধরে রাখল কেইনের গোল উৎসবে।
সম্পর্কিত পোস্ট
বিশ্রামে মার্তিনেস — স্কালোনির পরিকল্পনায় নতুন গোলরক্ষক
আর্জেন্টিনার নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস থাকছেন না এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে। আগামী ১৪ নভেম্বর এঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা — আর এই ম্যাচে ডিবুকে বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা গোলরক্ষকদের সুযোগ দেবেন লিওনেল স্কালোনি। এই সিদ্ধান্ত নিয়ে স্কালোনি ইতোমধ্যেই কথা বলেছেন মার্তিনেসের সঙ্গে।
তালেবান বাধা ভেঙে ফুটবলে নতুন স্বপ্ন খুঁজছে আফগান নারীরা
তালেবান ক্ষমতায় ফেরার পর নারী অধিকার পুরোপুরি সীমাবদ্ধ হয়ে যায় আফগানিস্তানে। পড়াশোনা, চাকরি থেকে শুরু করে খেলাধুলাও নিষিদ্ধ হয়ে যায় তাদের জন্য। ঠিক সেই কঠিন বাস্তবতার মধ্যেই উঠে এসেছে আফগান নারীদের নতুন গল্প—ফুটবলকে ঘিরে নতুন লড়াই, নতুন পরিচয়।
নবম ড্রাইভিং অপরাধে ৩০০ ঘণ্টা সমাজসেবার আদেশ ফোফানাকে
‘সবচেয়ে বাজে চালক’— এমনই কড়া তকমা জুটেছে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার কপালে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, মোটরওয়েতে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে ১৮ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা এবং ৩০০ ঘণ্টা সমাজসেবার আদেশ পেয়েছেন এই ২৪ বছর বয়সী ফরাসি তারকা।
‘প্রস্তুতি তো প্রস্তুতিই’ — নেপাল ম্যাচ নিয়ে বললেন মোরছালিন ও রহমত
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বদলে নেপালকেই প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে, এরপর ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে লাল-সবুজেরা।
৯১ বছর পর এমন হার লিভারপুলের
অ্যানফিল্ডে নেমেছিল লিভারপুল, প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। প্রায় ৬০ হাজার দর্শকের সামনে প্রিয় ক্লাব অ্যান্থেম “ইউ’ইল নেভার ওয়াক অ্যালোন” বাজছিল, কিন্তু মাঠে যেন ছন্নছাড়া এক দল। ফেভারিট হয়েও কারাবাও কাপের শেষ আটে ওঠার লড়াইয়ে ০–৩ ব্যবধানে হেরে যায় আর্নে স্লটের লিভারপুল।
বেনজেমার ইত্তিহাদের কাছে হেরে কিংস কাপ থেকে বিদায় রোনালদোদের
আরেকটি ট্রফির স্বপ্ন ভেঙে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি আরবের কিংস কাপে শেষ ষোলোয় আল ইত্তিহাদের কাছে ২–১ গোলে হেরে বিদায় নিয়েছে রোনালদোর আল নাসর। সাবেক সতীর্থ করিম বেনজেমার গোলে এগিয়ে থেকে জয়ের পথে দলকে নেতৃত্ব দেন তিনি।
তুরস্কে রেফারিদের ৩৭১ জুয়ায় জড়িত থাকার ভয়াবহ কেলেঙ্কারি
তুরস্কের ফুটবলে চাঞ্চল্যকর এক কেলেঙ্কারি ফাঁস হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছে, শত শত রেফারি ও ম্যাচ কর্মকর্তা জুয়াখেলায় জড়িত ছিলেন। পাঁচ বছর ধরে চলা তদন্তে বেরিয়ে এসেছে, ৫৭১ জন কর্মকর্তার মধ্যে ৩৭১ জনের নামে বেটিং অ্যাকাউন্ট পাওয়া গেছে, যার মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়ায় অংশ নিয়েছেন।
রেফারিকে অর্থ প্রদানের মামলায় নতুন আইনি চাপে কাতালান জায়ান্টরা
স্প্যানিশ ফুটবলের অন্যতম আলোচিত দুর্নীতির মামলা ‘নেগ্রেইরা কেস’-এ আবারও আদালতের তলব পেল বার্সেলোনা। রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করার অভিযোগে অভিযুক্ত এই কাতালান ক্লাবের বিরুদ্ধে তদন্ত চলছে দীর্ঘদিন ধরে। এবার আদালত নির্দেশ দিয়েছে, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে সাবেক রেফারি কর্মকর্তা জোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরা ও তার কোম্পানিগুলিকে প্রদত্ত মোট ৮ মিলিয়ন ইউরোর চুক্তি ও সংশ্লিষ্ট সব নথি উপস্থাপন করতে হবে বার্সেলোনাকে।