ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে ডিং লিরেন ও গুকেশের মধ্যে লড়াই হয় সমানে সমান। তবে ম্যাচের শেষ মুহূর্তে ডিং একটি ভুল চাল দিলে সুযোগ কাজে লাগান গুকেশ। তিন চাল পরই ম্যাচ জিতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন গুকেশ।
গুকেশের দাবায় হাতেখড়ি মাত্র সাত বছর বয়সে। ছোট বয়সেই তিনি একাধিক আন্তর্জাতিক সাফল্য অর্জন করেন, যার মধ্যে রয়েছে ২০১৫ সালের এশিয়ান স্কুল চেস চ্যাম্পিয়নশিপ এবং ২০১৮ সালের বিশ্ব ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ। এর পাশাপাশি ২০২২ সালের এশিয়ান গেমসে রুপার পদক এবং ম্যাগনাস কার্লসেনকে হারানোর মতো রেকর্ডও রয়েছে তার ঝুলিতে।
মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গুকেশ আরও একবার প্রমাণ করলেন, তার পথচলা এখনও অনেক দূর।
জাতীয় দলের শুটার কামরুন্নাহার কলিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। জাতীয় দল ক্যাম্পের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।
আজ দুপুরে রাজধানীর উত্তরার মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বাহিনীর সামরিক হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার গৌতম গম্ভীর ও আকাশ চোপড়া। তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।
২০২৪ সালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ এই সম্মাননা তুলে দেয়।
সিলেটের জাফলংয়ের পাথুরে, আঁকাবাঁকা পাহাড়ি পথে হয়ে গেল "অফ-রোড ট্রেক ট্রেইল মোটো ম্যাডনেস সিজন ২"। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন মোটরসাইকেল রেসার এতে অংশগ্রহণ করেন।
"একতা ও মানবতার জন্য দৌড়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঢাকার ৩০০ ফুট এলাকায় আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন প্রায় ১০ হাজার দৌড়বিদ।