আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে দেখা যাবে তাকে। এর আগে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচেও প্রথমবারের মতো ঘরের মাঠে জাতীয় দলের হয়ে খেলবেন হামজা।
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজার। সেই ম্যাচেই নিজেকে চেনান। রক্ষণভাগে দৃঢ়তা, মাঝমাঠে বল কন্ট্রোল আর আক্রমণে সুযোগ তৈরি করে দলের হার এড়াতে বড় ভূমিকা রাখেন।
এরপর ফিরে যান ইংল্যান্ডে। লেস্টার সিটি থেকে ধারে খেলছিলেন শেফিল্ড ইউনাইটেডে। লক্ষ্য ছিল দলকে ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে তুলে নেওয়া। শেষ ম্যাচ পর্যন্ত লড়লেও একেবারে শেষ ধাপে গিয়ে হতাশায় ভাঙে সেই স্বপ্ন।
চলতি মৌসুমে লেস্টারও নেমে গেছে প্রিমিয়ার লিগ থেকে। তাই প্রিমিয়ার লিগে খেলতে হলে হামজাকে খুঁজতে হবে নতুন ঠিকানা। না হলে আপাতত চ্যাম্পিয়নশিপেই কাটবে সময়।
তবে এই মুহূর্তে জাতীয় দলের ক্যাম্পেই পুরো মনোযোগ তার। দেশের মাঠে প্রথমবার জাতীয় দলের হয়ে নামা—এটা তো আর প্রতিদিন হয় না!
লিওনেল মেসির প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ড এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড! ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি যে রুকি কার্ড প্রকাশ করেছিল, সেটিই দুই দশক পর বিক্রি হলো অবিশ্বাস্য মূল্যে।
লিভারপুলের জয়ের ধারা যেন নাটকীয়তার রেকর্ড বই লিখছে নতুনভাবে। চলতি মৌসুমে টানা চার ম্যাচে শেষ মুহূর্তের গোল করে জয় তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে আগে কখনো কোনো দল এমন নজির গড়তে পারেনি।
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আশাবাদী হয়ে উঠেছেন জুড বেলিংহ্যামকে আগেভাগেই মাঠে ফেরানোর বিষয়ে। কাঁধের অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জার্মানির নাম মানেই এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু ২০১৪ সালে ব্রাজিলকে নিজ মাঠে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে দলটি যেন পথ হারিয়ে বসে আছে। সেই ধারাবাহিক ব্যর্থতারই সর্বশেষ দৃশ্য ফুটে উঠল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে ২–০ গোলের হার দিয়ে।
লাতিন আমেরিকার ফুটবল দুনিয়ায় একসময় অপ্রতিরোধ্য শক্তি ছিল ব্রাজিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষটা হলো লজ্জাজনকভাবে। এল আল্টোতে ৪,১৫০ মিটার উচ্চতার কঠিন পরিবেশে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে ইতিহাসের সবচেয়ে বাজে ফলের মুখ দেখল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বিকেল ৩টায় বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু শেষ মুহূর্তে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, লিওনেল মেসি এখনও ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি সময় নিয়ে, শান্তভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজই নেপাল সফর শেষ করে দেশে ফিরছে। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন জামাল ভূঁইয়া–তপুরা।