খেলা শুরুর আগে লিভারপুলের গ্যালারিতে দেখা যায় “ডিজে ২০” লেখা বিশাল এক মোজাইক। সমর্থকদের এই আয়োজনে যোগ দেন ক্লাবের কিংবদন্তি কেনি ডালগ্লিশও, যিনি মাঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জতা ও তার ভাইয়ের স্মৃতিতে। লিভারপুলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরিহিত অবস্থায় খেলায় অংশ নেন, আর জার্সিতে ছিল ‘দিয়াগো জতা ২০’ প্যাচ।
ম্যাচটি যদিও ছিল প্রীতি, তবে গ্যালারিতে উপস্থিত প্রায় ৫০ হাজার দর্শক যেন একে পরিণত করেছিল আবেগের উপলক্ষে। প্ল্যাকার্ড, স্কার্ফ, পতাকা—সব জায়গায় ছিল জতার ছবি আর স্মৃতি। এমনকি মিলানের খেলোয়াড় রাফায়েল লেয়াও, যিনি জতার জাতীয় দলের সতীর্থ, গোল করার পর আঙুল দিয়ে ২ ও ০ দেখিয়ে শ্রদ্ধা জানান বন্ধুকে।
ম্যাচ শেষে এক লিভারপুল সমর্থক বলেন, “জতার মৃত্যু আমাদের জন্য গভীর কষ্টের। পুরো পরিবার মিলে আমরা একটি প্ল্যাকার্ড বানিয়ে এনেছি, যেন তাকে সম্মান জানাতে পারি।”
লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ‘ফরেভার ২০’ লেখা একটি বিশেষ জার্সি পরে মাঠে নামবে দলটি। সেইসাথে “দিয়াগো জতা ২০” লেখা জার্সি সমর্থকরা কিনতে পারবেন, যার আয় যাবে LFC ফাউন্ডেশনের তহবিলে।
আগামী দিনে ইয়োকোহামা এফএম-এর বিপক্ষে ম্যাচ খেলতে জাপান সফরে যাবে লিভারপুল। এরপর ১ আগস্ট প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে বোর্নমাউথের বিপক্ষে যাত্রা শুরু করবে আর্নে স্লটের দল।
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) নকআউট পর্বে তারকাদের নৈপুণ্যে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে মিসর ও নাইজেরিয়া। সোমবার শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে মোহামেদ সালাহর জয়সূচক গোলে বেনিনকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে মিসর। অন্যদিকে ভিক্টর ওসিমেনের জোড়া গোলে মোজাম্বিককে উড়িয়ে দিয়ে দাপুটে জয় পায় নাইজেরিয়া।
বছরের প্রথম লিগ ম্যাচেও লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ের দেখা পেল না ম্যানচেস্টার ইউনাইটেড। একাধিক অভিজ্ঞ খেলোয়াড় চোটে থাকায় বাধ্য হয়েই নিজের পছন্দের ৩-৪-৩ ফরমেশন ছেড়ে ৩-৪-২-১ কৌশলে দল সাজান কোচ রুবেন আমোরিম। তবে পর্তুগিজ এই কোচের দাবি, গণমাধ্যমের চাপে নয়—পুরোটাই ছিল তার কৌশলগত সিদ্ধান্ত।
ফুটবল ইতিহাসে একের পর এক রেকর্ড গড়ে যাওয়া লিওনেল মেসি এবার দাঁড়িয়ে আছেন আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে। পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের ক্লাবে ঢুকতে আর্জেন্টাইন মহাতারকার প্রয়োজন মাত্র চারটি গোল। ২০২৬ সালের শুরুর দিকেই সেই রেকর্ড ছোঁয়ার বাস্তব সুযোগ তৈরি হয়েছে।
ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেইমান ওবেইদ। বুধবার গাজায় মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এ খবর প্রকাশ করেছে।
মেসিকে ছাড়াই জয়রথ অব্যাহত রেখেছে ইন্টার মায়ামি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের মহাতারকা লিওনেল মেসি অনুপস্থিত থাকলেও পেছনে তাকায়নি দলটি। বুধবার যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম এমএলএস দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।
দশ বছর ধরে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের পোস্টার বয় ছিলেন সন হিউং-মিন। কিন্তু এবার ইউরোপ ছেড়ে এক নতুন মিশনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার এই বিশ্ব তারকা। নতুন গন্তব্য লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে তাকে দলে নিতে রেকর্ড অর্থ ব্যয় করেছে ক্লাবটি। ২৬.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত তাকে চুক্তিবদ্ধ করেছে এলএএফসি, যা এমএলএস ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার!
🏆 লাওসকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাওসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিকদের মাঠে ৩-১ গোলের দাপুটে জয়ে খুশি ইংলিশ কোচ পিটার বাটলার, জানালেন তিনি সন্তুষ্ট দলের খেলার ধরনে।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। বুধবার ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে পরাজিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে।