জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার স্ত্রী জান্নাতুল কাউসার বিষয়টি নিশ্চিত করেন এবং স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান।জান্নাতুল তার ফেসবুকে লেখেন, “যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষার মুখে ফেলেন। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য কৃতজ্ঞ। আল্লাহ অশেষ দয়ালু… দোয়ায় রাখবেন।”
পারিবারিক সূত্রে জানা গেছে, ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ কয়েক দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিয়াদ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তিনি ভক্তদের ভালোবাসায় ভাসছেন। তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।
সম্পর্কিত পোস্ট
নবম ড্রাইভিং অপরাধে ৩০০ ঘণ্টা সমাজসেবার আদেশ ফোফানাকে
‘সবচেয়ে বাজে চালক’— এমনই কড়া তকমা জুটেছে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার কপালে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, মোটরওয়েতে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে ১৮ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা এবং ৩০০ ঘণ্টা সমাজসেবার আদেশ পেয়েছেন এই ২৪ বছর বয়সী ফরাসি তারকা।
এইচএসসি পরীক্ষার জন্য এশিয়া কাপ ছেড়েছিলেন সাকিব আল হাসান
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সারাদেশে চলছে উৎসবের আমেজ—কেউ উচ্ছ্বসিত সাফল্যে, কেউবা সামান্য হতাশায় ডুবে। এই আনন্দঘন মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা স্মরণ করছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছাত্রজীবনের অনন্য এক সিদ্ধান্তকে।
জায়গার অভাবে রাস্তায় নেমে অনুশীলন জাতীয় ক্রীড়াবিদরা
মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বাইরে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য—খোলা আকাশের নিচে, কখনো মাটির উপর, আবার কখনো পিচঢালা রাস্তায় ঘাম ঝরাচ্ছেন জাতীয় ক্রীড়াবিদরা। পথচারীরা বিস্মিত চোখে তাকিয়ে দেখছে দৃশ্যটা। কিন্তু প্রশ্ন একটাই—জাতীয় দলের খেলোয়াড়রা কেন এমন দুরবস্থায়? উত্তর সহজ: ভেতরে জায়গা নেই।
ত্বক ক্যান্সারের সার্জারির পর সতর্কবার্তা দিলেন মাইকেল ক্লার্ক
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ক্লার্ক আবারও ত্বকের ক্যান্সারের অস্ত্রোপচার করিয়েছেন। নাকের ওপর ব্যান্ডেজ লাগানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি ভক্তদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন।
জর্ডান–ব্রায়ান্ট কার্ড ভাঙল সব রেকর্ড, বিক্রি হলো ১৫৫ কোটিতে
বাস্কেটবলের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও কোবে ব্রায়ান্টের সই করা এক বিরল কার্ড ভেঙে দিয়েছে সব রেকর্ড। যুক্তরাষ্ট্রের নিলামপ্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের নিলামে কার্ডটি কিনেছেন অজ্ঞাত এক ক্রেতা, যার দাম উঠেছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫৫ কোটি ৮৫ লাখ টাকা।
ভারতে অনলাইন জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ
ভারতের সংসদ অনলাইন জুয়া নিষিদ্ধ করে কঠোর বিল পাস করেছে। নতুন আইনের আওতায় কার্ড গেম, পোকার ও ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের পরিসংখ্যান বলছে, এসব কোম্পানি প্রতিবছর প্রায় ২.৩ বিলিয়ন ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা) আয় করত দেশের ৪৫ কোটিরও বেশি মানুষের কাছ থেকে।
স্কুলছাত্রী থেকে চ্যাম্পিয়ন — ১২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতল জিদি
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।