মাত্র ১৮০০ স্কয়ারফুট আয়তনের এই ইনডোরের এক-তৃতীয়াংশ দখল করে রেখেছে বাংলাদেশ আর্মি। বাকি জায়গায় একসঙ্গে অনুশীলন করছে চার ফেডারেশন—ফেন্সিং, উশু, কুস্তি ও জুডো। আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখে প্রতিটি ফেডারেশনেরই রয়েছে কয়েক ডজন করে খেলোয়াড়। হিসাব বলছে, শতাধিক ক্রীড়াবিদের জন্য কার্যকর জায়গা পড়ছে মাত্র কয়েকশ স্কয়ারফুট!
ফলে প্রতিদিনই তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি। ফেন্সিং খেলোয়াড়ের তরবারির ঝাঁপটা গিয়ে লাগছে পাশের উশুকারীর গায়ে, কুস্তিগীরদের ধাক্কা পড়ছে জুডো দলের ওপর। অনুশীলনের মাঝেই থেমে যাচ্ছে কাজ, কখনো মনোমালিন্যও তৈরি হচ্ছে।
তাই অনেক সময় বাধ্য হয়ে খেলোয়াড়রা চলে যাচ্ছেন বাইরে। কংক্রিটের রাস্তা কিংবা মাটির মাঠে পড়ে-উঠে অনুশীলন করছেন কুস্তিগীররা, উশুর খেলোয়াড়রা ঝাঁপাচ্ছেন খোলা জায়গায়, আবার একে অপরের জায়গা ধার নিয়েও চলছে ট্রেনিং। এতে অনুশীলনের ধারাবাহিকতা ভাঙছে, আর খেলোয়াড়দের মনেও জন্ম নিচ্ছে ক্ষোভ ও হতাশা।
ফেন্সার হাসান আলী বলেন,
“যখন প্রতিপক্ষ অ্যাটাকে আসে আমি ব্লক করতে যাই, তখন পাশে থাকা দড়িতে লাগে। জায়গা এত ছোট যে একসঙ্গে অনুশীলন করাই কষ্টকর।”
উশু কোচ মেজবাহ উদ্দিনের দীর্ঘশ্বাস,
“এখানেই অনুশীলন করে ২০১০ সালে স্বর্ণ জিতেছিলাম। কিন্তু এবার চার ফেডারেশন একসঙ্গে থাকায় অবস্থা আরও জটিল। আলাদা স্টেডিয়াম থাকলে ফল আরও ভালো আসত।”
ফেন্সিং ফেডারেশনের কোচ আবু জাহিদ চৌধুরীর দাবি,
“আমাদের আসলে একটা স্পোর্টস ভিলেজ দরকার। গা ঘেঁষাঘেঁষি করে অনুশীলন করে আন্তর্জাতিক মানের ফল আশা করা যায় না।”
রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ অবশ্য বাস্তবতাই মেনে নিচ্ছেন:
“যা পেয়েছি তাই নিয়েই কাজ করতে হবে। জায়গার অভাবে অনেকে বাইরে গিয়ে অনুশীলন করছে। আলাদা ভেন্যু থাকলে অবশ্যই ভালো হতো।”
এসএ গেমসের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে এমন সীমাবদ্ধতা শুধু শারীরিক সক্ষমতাই নয়, খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিকেও বাধাগ্রস্ত করছে। অথচ এই তারকারাই তো দেশের পতাকা উঁচিয়ে ধরার স্বপ্ন নিয়ে ঘাম ঝরাচ্ছেন প্রতিদিন।
‘সবচেয়ে বাজে চালক’— এমনই কড়া তকমা জুটেছে চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানার কপালে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, মোটরওয়েতে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অপরাধ প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে ১৮ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা এবং ৩০০ ঘণ্টা সমাজসেবার আদেশ পেয়েছেন এই ২৪ বছর বয়সী ফরাসি তারকা।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার স্ত্রী জান্নাতুল কাউসার বিষয়টি নিশ্চিত করেন এবং স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান।
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। সারাদেশে চলছে উৎসবের আমেজ—কেউ উচ্ছ্বসিত সাফল্যে, কেউবা সামান্য হতাশায় ডুবে। এই আনন্দঘন মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা স্মরণ করছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছাত্রজীবনের অনন্য এক সিদ্ধান্তকে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ক্লার্ক আবারও ত্বকের ক্যান্সারের অস্ত্রোপচার করিয়েছেন। নাকের ওপর ব্যান্ডেজ লাগানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি ভক্তদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন।
বাস্কেটবলের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও কোবে ব্রায়ান্টের সই করা এক বিরল কার্ড ভেঙে দিয়েছে সব রেকর্ড। যুক্তরাষ্ট্রের নিলামপ্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের নিলামে কার্ডটি কিনেছেন অজ্ঞাত এক ক্রেতা, যার দাম উঠেছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫৫ কোটি ৮৫ লাখ টাকা।
ভারতের সংসদ অনলাইন জুয়া নিষিদ্ধ করে কঠোর বিল পাস করেছে। নতুন আইনের আওতায় কার্ড গেম, পোকার ও ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের পরিসংখ্যান বলছে, এসব কোম্পানি প্রতিবছর প্রায় ২.৩ বিলিয়ন ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা) আয় করত দেশের ৪৫ কোটিরও বেশি মানুষের কাছ থেকে।
মাত্র ১২ বছর ৯ মাস বয়সেই বিশ্ব সাঁতারে চমক দেখাল চীনের কিশোরী ইউ জিদি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে সে। সবচেয়ে কম বয়সী সাঁতারু হিসেবে এই প্রতিযোগিতায় পদক জয়ের কীর্তি গড়েছে জিদি।
চার বছর পর দেশের দ্রুততম মানবের মুকুট পেলেন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। গত চারবারের চ্যাম্পিয়ন ইমরানুর রহমান না থাকায় এবারের জাতীয় অ্যাথলেটিকসে নতুন চ্যাম্পিয়নের প্রশ্ন ছিল সবার মনে। সেই উত্তরে ১০.৬১ সেকেন্ডে দৌড়ে সেরা হলেন ইসমাইল।