আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। তবে ভারতের মাটিতে পাকিস্তানের অংশগ্রহণ রাজনৈতিক কারণে অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আয়োজকরা হয় প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে নিতে পারেন, নয়তো পাকিস্তানকে বাদ দিয়ে ভারতে আয়োজন করতে পারেন।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানান, যদি পাকিস্তান বাদ পড়ে, তাহলে এএইচএফ কাপে তৃতীয় হওয়া বাংলাদেশ হতে পারে সেই ফাঁকা জায়গার স্বাভাবিক দাবিদার।
ভারতের বাজার ও আয়োজকসুলভ সুবিধা বিবেচনায় প্রতিযোগিতা সরানোর চেয়ে পাকিস্তানকে বাদ দেওয়া অধিক সম্ভাব্য পথ। এমন হলে, মূলপর্বে বাংলাদেশ আবার সুযোগ পেতে পারে।
তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সব সিদ্ধান্ত নির্ভর করছে এএইচএফ ও আন্তর্জাতিক সংস্থা এফআইএইচ-এর উপর।
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত জোন–২ দলকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় বিকেএসপির মেয়েরা।
নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অভিষেকেই দারুণ কীর্তি গড়েছে বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষদের হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজের মেয়েরা।
আসন্ন এএইচএফ কাপে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ হকি দল। তবে এবার লক্ষ্য শুধু ট্রফি নয়, বরং পরবর্তী এশিয়া কাপে জায়গা করে নেওয়াও। আর সেই মিশনে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে পেনাল্টি কর্নারকে দেখছেন নতুন অধিনায়ক পুষ্কর খিসা মিমো।
নারী হকিতে যেনো রীতিমতো গোলবন্যা বইয়ে দিল বিকেএসপির মেয়েরা। ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকির চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে কিশোরগঞ্জকে ৮-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তোলে বিকেএসপি।
দীর্ঘ ১০ বছর পর জাতীয় হকি দলে প্রধান কোচ হিসেবে ফিরলেন মামুনুর রশিদ। বাংলাদেশ হকি ফেডারেশন আগামী এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য তাকে দায়িত্ব দিয়েছে।
প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী বিকেএসপিকে ৮-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে। পেনাল্টি কর্নার মাস্টার মো. আশরাফুল ইসলামের অসাধারণ পারফরম্যান্সে নীল টার্ফে দেখা মিলেছে গোলের বন্যা।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং প্যারাগন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী সোমবার, ২৩ ডিসেম্বর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বিকেএসপির মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী।