মাত্র একটি ঘোষণাই পাল্টে দিল সবকিছু। ২০১৫ সালে বুন্দেসলিগার বায়ার লেভারকুসেন থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে টটেনহ্যামের হয়ে খেলতে শুরু করেছিলেন সন। দীর্ঘ এক দশকে ক্লাবটির একনিষ্ঠ সৈনিক হয়ে উঠেন তিনি—গোল, অ্যাসিস্ট, শিরোপা-স্বপ্ন আর সমর্থকদের ভালোবাসা, সবই ছিল তাঁর সঙ্গী।
তাই, যখন নিজেই জানালেন বিদায়ের সিদ্ধান্ত, আবেগ ধরে রাখতে পারেননি। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সন বলেন,
“এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। এটা নিঃসন্দেহে আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। টানা দশ বছর একটা ক্লাবে থাকা, প্রতিদিন সেরাটা দেওয়ার চেষ্টা করা—এটা কেবল খেলোয়াড় হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও বড় চ্যালেঞ্জ ছিল। আমি গর্বিত, কৃতজ্ঞ।”
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত, তবে সময়ের আগেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও নতুন গন্তব্য এখনো নিশ্চিত নয়, তবে গুঞ্জন চলছে—যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে।
সনের বিদায় কেবল একজন খেলোয়াড়ের ক্লাব ছেড়ে যাওয়ার খবর নয়, এটি টটেনহ্যামের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করা সন ছিলেন ইউরোপা লিগে টটেনহ্যামের শিরোপা জয়ের অন্যতম নায়ক। এছাড়া ২০২১-২২ মৌসুমে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ গোল্ডেন বুটও।
ধারণা করা হচ্ছে, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আসন্ন প্রাক-মৌসুম ম্যাচে টটেনহ্যামের জার্সিতে শেষবার মাঠে দেখা যেতে পারে এই দক্ষিণ কোরিয়ান তারকাকে।
লিওনেল মেসির প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ড এখন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড! ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর ইতালিয়ান প্রতিষ্ঠান পানিনি যে রুকি কার্ড প্রকাশ করেছিল, সেটিই দুই দশক পর বিক্রি হলো অবিশ্বাস্য মূল্যে।
লিভারপুলের জয়ের ধারা যেন নাটকীয়তার রেকর্ড বই লিখছে নতুনভাবে। চলতি মৌসুমে টানা চার ম্যাচে শেষ মুহূর্তের গোল করে জয় তুলে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। প্রিমিয়ার লিগে আগে কখনো কোনো দল এমন নজির গড়তে পারেনি।
রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আশাবাদী হয়ে উঠেছেন জুড বেলিংহ্যামকে আগেভাগেই মাঠে ফেরানোর বিষয়ে। কাঁধের অস্ত্রোপচারের পর প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জার্মানির নাম মানেই এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু ২০১৪ সালে ব্রাজিলকে নিজ মাঠে ৭–১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে দলটি যেন পথ হারিয়ে বসে আছে। সেই ধারাবাহিক ব্যর্থতারই সর্বশেষ দৃশ্য ফুটে উঠল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে ২–০ গোলের হার দিয়ে।
লাতিন আমেরিকার ফুটবল দুনিয়ায় একসময় অপ্রতিরোধ্য শক্তি ছিল ব্রাজিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষটা হলো লজ্জাজনকভাবে। এল আল্টোতে ৪,১৫০ মিটার উচ্চতার কঠিন পরিবেশে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে ইতিহাসের সবচেয়ে বাজে ফলের মুখ দেখল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার) বিকেল ৩টায় বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু শেষ মুহূর্তে সেই যাত্রা স্থগিত হয়ে যায়। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানালেন, লিওনেল মেসি এখনও ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি সময় নিয়ে, শান্তভাবে ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজই নেপাল সফর শেষ করে দেশে ফিরছে। দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৩টায় বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন জামাল ভূঁইয়া–তপুরা।